কলকাতা: ইডি-র তলবে আগামী ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রবার নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে এ ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, ‘‘স্টপ মি ইফ ইউ ক্যান।’’
আগামী ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। বৃহস্পতিবারই এ সংক্রান্ত নোটিস পৌঁছেছে তাঁর কাছে। এদিকে ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি বহুদিন আগেই নির্ধারিত। ওই দু’দিন বাংলার বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। এই অবস্থায় তিনি যে দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক এ দিন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধা উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না।’’ একই সঙ্গে তিনি জানিয়ে দেন, ‘‘আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য।’’
প্রসঙ্গত, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি ওই একই মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করা হয়েছে। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলেছে ইডি।