প্রথম পাতা খবর সাংসদ হিসেবে ৯ বছরের কাজের খতিয়ান পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাংসদ হিসেবে ৯ বছরের কাজের খতিয়ান পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

255 views
A+A-
Reset

কলকাতা: রবিবার ডায়মন্ড হারবারের ফলতায় দাঁড়িয়ে গত নয় বছরের রিপোর্ট কার্ড পেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘নিঃশব্দ বিপ্লব’ নামে একটি বইয়ে নিজের কাজের খতিয়ান পেশ করলেন তৃণমূল সাংসদ।

বইটি প্রকাশ প্রসঙ্গে অভিষেক বলেন, “২০১৪ সালে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন প্রথম বার। তাঁদের পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। আমার ৯ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি সাংসদ হিসেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে পাঁচ কোটি টাকা সাংসদ কোটায় পেয়েছি, (২ বছর কোভিডের কারণে বন্ধ ছিল) সেটা আমি কোথায় খরচ করেছি এবং আমার উদ্যোগ, তৎপরতায় এবং রাজ্য সরকারের সহযোগিতায় যে কাজগুলো হয়েছে, তার একটা বিস্তারিত খতিয়ান আজ প্রকাশিত হল”।

অভিষেক আরও বলেন, “এটা আমরা প্রতিবছরই করি। ২০১৪ সালে সাংসদ হিসেবে শপথ নিই। ২০১৫ সালে প্রথম বার এই সভা করি। ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় এই সভা হয়েছে। বিভিন্ন এলাকায়, বিধানসভায় এই সভা হয়েছে। তবে একবার কোভিডের কারণে এবং আরেক বার নির্বাচনের কারণে করতে পারিনি। ফলে দু’বছর ছেড়ে দিলে সাত বছর আমি আমার উন্নয়নের হিসেব পেশ করেছি”।

এ দিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, “৫৬ ইঞ্চি ছাতি নাকি প্রধানমন্ত্রীর! তিনি আমার ৩ বছরের বাচ্চা ছেলেকে বিদেশে যেতে আটকাচ্ছেন। আমার ৯ বছরের মেয়েকে আটকাচ্ছেন। ইতিহাসের পুনরাবৃত্তি হবেই। মনে আছে তো আপনি আমেরিকা যেতে চেয়েছিলেন কংগ্রেস ভিসা দেয়নি। তারপর কংগ্রেসের কী হয়েছে দেখেছেন তো! মানুষ এর জবাব দেবে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.