ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)-র প্রক্রিয়াকে সামনে রেখে আজ বড়সড় সাংগঠনিক বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের সমস্ত সাংগঠনিক জেলা সভাপতিকে, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়র, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্তদের।
এছাড়া, তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সদস্য এবং কলকাতা পুরসভার সব কাউন্সিলরকেও ডাকা হয়েছে। বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদের জন্যও ডাকা হয়েছে বিশেষ বার্তা। দলের হিসাব অনুযায়ী, আজকের বৈঠকে ৪ হাজারেরও বেশি নেতা উপস্থিত থাকতে পারেন।
এসআইআর ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপের মাঝে এই বৈঠককে তৃণমূলের রণকৌশল নির্ধারণের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।