পহেলগাঁওয়ের জঙ্গিহানা ও ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় অবস্থান তুলে ধরতে পাঁচটি দেশে সফরে বেরিয়েছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল। সেই দলের প্রথম গন্তব্য জাপান। টোকিয়োতে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসে আলোচনায় অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সাংসদদের সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক অবস্থান নিয়ে অবহিত করা হয়। রাষ্ট্রদূত জানান, পহেলগাঁওয়ে হামলার পর জাপানই প্রথম রাষ্ট্র হিসেবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিল।
এদিন সকালে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান অভিষেক।
৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। সদস্যদের মধ্যে রয়েছেন তৃণমূল, বিজেপি, সিপিএম-সহ একাধিক দলের সাংসদরা। জাপানের পরে দলটি দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করবে। লক্ষ্য— বিশ্বের কাছে ভারতীয় সংসদের ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়া: সন্ত্রাসের বিরুদ্ধে কোনও রকম আপস নয়।