প্রথম পাতা খবর স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করতে হবে, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের

স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করতে হবে, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের

410 views
A+A-
Reset

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দুই জেলার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বললেন অভিষেক। সোমবারই দুই জেলা অর্থাৎ নদিয়া এবং কোচবিহারের নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে বৈঠক করেন অভিষেক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, চেয়ারম্যান, শাখা সংগঠনের প্রধান এবং বিধায়করা। সেখানেই তাঁর স্পষ্ট বার্তা, অশান্তি না করে স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করতে হবে।

অভিষেকের বার্তা, জেলাস্তরে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে চলতে হবে। আলাদা আলাদা দল করা যাবে না। প্রত্যেকের সাংগঠনিক পদক্ষেপের উপর দলের নজর রয়েছে। কেউ কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে দল বরদাস্ত করবে না। স্বচ্ছতার প্রশ্নে দল যে কড়া, তা বোঝাতে এদিন বৈঠকে ডাকা হয়নি নদিয়ার দুই বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে নানা অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।

বৈঠকে অভিষেক আবারও বলেন, “পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে করতে হবে।” তবে দলীয় কর্মীদের আবারও সচেতন করেন তিনি। কোচবিহারের নেতাদের দলাদলি বন্ধ করার বিষয়ে কড়া বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আরও পড়ুন :

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল

ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের হাত ধরে সোনা এল দেশের ঝুলিতে

ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? কষ্ট লাঘব হবে শহরবাসী, আশ্বাস মেয়রের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.