কলকাতা: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। আক্রান্ত হয়েছে পুলিশ। এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনো রাখঢাক করলেন না তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে এসএসকেএম-এ আসেন তিনি। বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেন, তাঁর সামনে ঘটলে তিনি দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন।
অভিষেকের দাবি, “নবান্ন অভিযানের নামে বিজেপি গুন্ডামি, রাহাজানি চালিয়েছে বলে অভিযোগ করলেন তিনি। বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কী করত, মঙ্গলবার তা বাংলাবাসী নিজের চোখে প্রত্যক্ষ করলেন”।
তাঁর অভিযোগ, “আন্দোলনের নামে গুন্ডামি, ভণ্ডামি, দাদাগিরি এবং গায়ের জোরে দুর্বৃত্তদের, দুষ্কর্মকারীদের কাজে লাগিয়ে পুলিশকে মারধর করা হয়েছে। পুলিশের গাড়িতে ধরানো হয়েছে আগুন। নির্মম ভাবে লাঠি দিয়ে মারা হয়েছে। এমনকী লোহার রড দিয়ে মারা হয়েছে”।
এ সবের পরেও পুলিশ অত্যন্ত সংবেদনশীল থেকেছে দাবি করে অভিষেক আরও বলেন, “আমি ওই অফিসারকে (দেবজিৎ চট্টোপাধ্যায়) বলেছি, আমি আপনাকে স্যালুট করি। আমার সামনে যদি কেউ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিত, পুলিশকে মারত, আমি (নিজের কপালে আঙুল ঠেকিয়ে) তাদের মাথায় শ্যুট করতাম”!
আরও পড়ুন: ‘চাইলে গুলি চালাতে পারত পুলিশ’, নবান্ন অভিযানে ‘গুন্ডামি’ নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার