প্রথম পাতা খবর দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মঞ্চে অভিষেক, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মঞ্চে অভিষেক, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা

262 views
A+A-
Reset

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের নম্রতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তা হবে মারাত্মক ভুল।’’

জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে ভারত সরকারের প্রতিনিধি দল। বিশ্বের বিভিন্ন দেশে অপারেশন সিঁদুরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বোঝাতে কেন্দ্রের এই কূটনৈতিক উদ্যোগ। সেই মঞ্চেই অংশ নিয়ে অভিষেক সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘‘ভারতের প্রত্যাঘাতে যে জঙ্গিরা নিহত হয়েছিল, তাদের শেষ কৃত্যে যাঁরা ছিলেন, তাঁরা কোনও সাধারণ জওয়ান নন, পাক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তা ও প্রধান। এটা থেকেই পরিষ্কার, পাকিস্তান সন্ত্রাসে প্রত্যক্ষ মদত দেয়।’’

তিনি উল্লেখ করেন পহেলগাঁও হামলার কথা। বলেন, ‘‘হামলার ২৪ ঘণ্টার মধ্যে TRF দায় স্বীকার করে। TRF কারা? লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। যাদের ভারত নির্মূল করেছিল। এবং তাদেরই শেষকৃত্যে হাজির হয়েছিল পাকিস্তানের সেনাকর্তারা।’’

ভারতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অপারেশন সিঁদুর কোনও যুদ্ধ ঘোষণা নয়, বরং জঙ্গিঘাঁটি ধ্বংসের লক্ষ্যে সীমিত সামরিক পদক্ষেপ। সেই অবস্থানই আবার তুলে ধরেন অভিষেক। বলেন, ‘‘ভারত শান্তিপ্রিয় দেশ। যুদ্ধ চায় না, অশান্তিও চায় না। কিন্তু নিজেদের আত্মরক্ষায় কোনও রকমের দ্বিধা নেই। আমাদের নম্রতা যেন কেউ দুর্বলতা না ভাবে। সংগঠিত ভাবেই আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.