নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। মঙ্গলবার, বিক্ষোভ মঞ্চ থেকেই বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন, কেন্দ্র টাকা না দিলে জব কার্ড হোল্ডারদের টাকা দেবে তৃণমূল, প্রয়োজনে নিজেদের বেতন থেকে টাকা কেটে সেই টাকা দেওয়া হবে।
যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ শেষে মঙ্গলবার অভিষেক বলেন, “আমরা কথা দিচ্ছি, বাংলায় তৃণমূলের ৭০ হাজার জনপ্রতিনিথি রয়েছেন, তাঁরা নিজেদের এক মাসের বেতন দিয়ে ২৫০০ জনের বকেয়া টাকা মেটাবেন। আগামী দু’মাসের মধ্যে অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে আপনাদের টাকা আপনাদের হাতে তুলে দেব। ২৫০০ প্রতিনিধি যারা এক কাপড়ে দিল্লি এসেছেন, তাঁদের টাকা দু’মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আজ যন্তর-মন্তরে দাঁড়িয়ে আমি এ কথা দিচ্ছি।”
অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা দিল্লিতে দু’দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করলেন। তাঁদের সামনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ আরও বলেন, “তাঁরা দু’বছর আগে কাজ করে বসে রয়েছেন তাঁদের টাকা আপনারা আটকে রেখেছেন হ্যাঁ কি না? যদি কাউকে কাজ করিয়ে তাঁর বেতন মজুরি দেওয়া না হয় তাকে কী বলে? টাকা আটকে রেখে সাড়ে ৮ হাজার কোটি টাকার বিমানে চড়বেন? বাসভবন বানাবেন প্রধানমন্ত্রী?”
কলকাতায় ফিরে দলের তরফে রাজ্য সরকারকে চিঠি লেখার কথা জানান অভিষেক। বলেন, “এদের টাকা যাতে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হবে”। পাশাপাশি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘‘কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসব’’।