প্রথম পাতা খবর কাঁথির সভায় শুভেন্দুকে নিশানা অভিষেকের

কাঁথির সভায় শুভেন্দুকে নিশানা অভিষেকের

270 views
A+A-
Reset

কাঁথি: শনিবার কাঁথির সভায় তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

সভাস্থলে পৌঁছনোর আগে স্থানীয় গ্রামে ঢুকে জনসংযোগে তৃণমূল সাংসদ। বাড়িতে ঢুকে শুনলেন সাধারণের সমস্যা। কারও অভিযোগ শুনে জেনে নিলেন পঞ্চায়েত কাজ করছে কিনা।

এ দিনের সভায় কারও নাম না করেই অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি তো নিজের গা বাঁচাতে বিজেপি-তে যোগ দিয়েছেন। তখন সবাই ভেবেছিল, এবার তৃণমূলের কী হবে। কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন”।

একই সঙ্গে অভিযেক বলেন, “আমি ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে ৯টি আসন এবং অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনের মধ্যে ২৬টিতে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সবাইকে আমি নতমস্তকে করজোড়ে প্রণাম জানাচ্ছি।”

এ দিনের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, “হয় ঠিকাদারি করুন, না হলে তৃণমূল কংগ্রেস করুন। দুটো একসঙ্গে হবে না। আমরা সেটি বাস্তবায়িত করে দেখিয়েছি। যে ভাবে দল হলদিয়ায় পরিচালিত হয়েছে, আগামী দিনে সারা বাংলায় সেভাবেই পরিচালিত হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.