প্রথম পাতা খবর মঙ্গলবার রামপুরহাটে সভা, সোনালি বিবির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা— বছরের শুরু থেকে আগ্রাসী মেজাজে অভিষেক

মঙ্গলবার রামপুরহাটে সভা, সোনালি বিবির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা— বছরের শুরু থেকে আগ্রাসী মেজাজে অভিষেক

33 views
A+A-
Reset

বছরের শুরু থেকেই রণংদেহী মেজাজে রাজ্য রাজনীতির ময়দানে নেমেছেন Abhishek Banerjee। ‘রণসংকল্প’ সভার কর্মসূচি নিয়ে একের পর এক জেলায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৬ জানুয়ারি Rampurhat-এ তাঁর জনসভা। সেই দিনই বাংলাদেশ থেকে ফেরা অন্তঃসত্ত্বা সোনালি বিবির সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা।

বাংলাদেশি বলে দাগিয়ে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর পরিবারকে পুশব্যাক করেছিল বাংলাদেশে। পরে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশে সোনালি ও তাঁর সন্তানকে ভারতে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার পরেই সোনালির সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়ে রেখেছিলেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর, ৬ জানুয়ারি রামপুরহাটে সভার দিন সন্তান কোলে থাকা সোনালির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সভার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি সোনালি বিবিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। ৬ জানুয়ারি তাঁর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। যদিও তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এখনও পর্যন্ত এমন কোনও চূড়ান্ত সফরসূচি আমাদের হাতে আসেনি।”

এদিকে সোনালি বিবির দাবি, “আমার স্বামী-সহ চারজন এখনও কেন্দ্রের চক্রান্তে বাংলাদেশে আটক রয়েছেন। অভিষেকবাবু এলে তাঁদের ফিরিয়ে আনার জন্য আবেদন জানাব।” উল্লেখ্য, ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরের মাঠে জনসভা করবেন অভিষেক। শুক্রবার ওই মাঠ পরিদর্শন করেছেন তৃণমূল নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

এর পাশাপাশি শনিবার Alipurduar সফরেও যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাঝেরডাবড়ি চা বাগানের শ্রমিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তৃণমূলের অভিযোগ, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার শিকার। পিএফ-সহ একাধিক ইস্যুতে তাঁদের সমস্যা রয়েছে। আলিপুরদুয়ারের সভায় চা-বাগান ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ৩ হাজার চা-শ্রমিকের সঙ্গে বৈঠকে বসে তাঁদের সমস্ত অভিযোগ শোনা হবে এবং নির্বাচনের আগে সমস্যার সমাধানে দলীয় স্তরে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.