প্রথম পাতা খবর রামপুরহাট মেডিক্যালে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সদ্যোজাতর নাম রাখলেন ‘আপন’

রামপুরহাট মেডিক্যালে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সদ্যোজাতর নাম রাখলেন ‘আপন’

24 views
A+A-
Reset

রামপুরহাটে রণসংকল্প সভা শেষ করেই বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দেখা করেন বর্ধমানের সোনালি বিবির সঙ্গে। প্রসূতি বিভাগে ভর্তি সোনালি ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানের খোঁজখবর নেন অভিষেক। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতর নামও রাখেন তিনি— নাম দেন ‘আপন’।

সোমবারই রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। আগে থেকেই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মঙ্গলবার রামপুরহাটে তৃণমূলের জনসভা থাকলেও হেলিকপ্টারের যান্ত্রিক সমস্যার কারণে বীরভূমে পৌঁছতে কিছুটা দেরি হয় তাঁর। সভা শেষ হতেই তিনি সোজা চলে যান রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের অভিষেক বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি, সংক্রমণের ঝুঁকি থাকে। সোনালি ও তাঁর মা সন্তানের নাম রাখার অনুরোধ করেছিলেন। আমি নাম রেখেছি ‘আপন’। কারণ, যেভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, তা কল্পনাতীত। এরা সবাই আমাদের আপন।”

পাশাপাশি সোনালি বিবি ও তাঁর পরিবারের উপর হওয়া অত্যাচারের অভিযোগেও ফের সরব হন তৃণমূলের এই শীর্ষ নেতা। অভিষেকের দাবি, শুধুমাত্র বাংলা বলার ‘অপরাধে’ সোনালি বিবিকে সন্তান-সহ বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছিল। তাঁর কথায়, “হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরই সোনালি ও তাঁর সন্তানকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।”

সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ সেরে পরে বীরভূমের তারাপীঠে মা তারার দর্শনেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই কর্মসূচি আগেই নির্ধারিত থাকলেও হেলিকপ্টারের সমস্যার কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.