373
কলকাতা: বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে বাংলার ৪২টি আসনেতৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা হয়েছিল। কিন্তুও দক্ষিণ ২৪ পরগনার এই গুরুত্বপূর্ণ লোকসভা আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তৃণমূল বলছে, অভিষেকের বিরুদ্ধে মুখ খুঁজে পাচ্ছে না বিরোধীরা। কার্যত ফাঁকা মাঠেই এ বার প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল প্রার্থী।
তৃণমূল সূত্রে খবর, আজ, কাল এবং আগামী পরশু সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন অভিষেক। ভোটের ব্লু প্রিন্ট ওই বৈঠক থেকেই নেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের। এই তিনদিন বেলা ৩টে থেকে হবে ধারাবাহিক বৈঠক।