কলকাতা: চোখের জটিল অস্ত্রোপচার সেরে কালীপুজোর দিনই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত একগুচ্ছ পরামর্শ মেনে চলার কথা জানিয়েছেন চিকিৎসকরা। কোনো ভাবেই ধুলো-ধোঁয়া কিংবা তাপের কাছাকাছি যাওয়ার অনুমতি নেই অভিষেকের। এ দিকে, দলীয় সূত্রে খবর, আগামী মাসেই তাঁকে ফের সক্রিয় ভাবে রাজনীতির ময়দানে দেখা যাবে।
জানা গিয়েছে, আগামী কয়েক মাস তৃণমূল সাংসদকে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে জনসভা করতে পারেন তিনি। পাশাপাশি জেলার তৃণমূল নেতাদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক করতে পারেন তিনি। সেখানেই আগামী পঞ্চায়েত ভোট নিয়ে বেশ কিছু নির্দেশ এবং পরামর্শ দিতে পারেন অভিষেক।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে খবর, সোমবার রাতে এ বিষয়ে জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাদের ফোন করে জানানো হয়েছে অভিষেকের দফতর ক্যামাক স্ট্রিট থেকে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়ার পরেই কাঁথিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।
রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে এ বার ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের এই পর্বের কর্মসূচি শুরু করতে চলেছেন কাঁথি থেকেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর লাগাতার আক্রমণের জবাব দিতেই কাঁথিতে এই জনসভা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এ বার ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী