আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভায় ১ লক্ষ জমায়েতের লক্ষ্যে ঝাঁপাচ্ছে শাসকদল।
নির্ঘণ্ট এখনও ঘোষিত না হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ধরে নিয়েই ময়দানে নেমে পড়েছে শাসকদল। কাঁথির সভা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার শুরু করবে তৃণমূল। সে জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতি বলেন, ‘‘আমরা অভিষেকের সভায় ১ লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছি। সে জন্য পূর্ব মেদিনীপুরের প্রতিটি বুথ, পঞ্চায়েত ও ব্লক স্তরে জোর কদমে প্রস্তুতিসভা চলছে। ইতিমধ্যে সভার প্রস্তুতি নিয়ে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বের মধ্যে রিভিউ মিটিং হয়েছে। সমর্থকদের আসার জন্য স্থানীয় স্তরে বাস, ম্যাটাডর, ছোট গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে।’’
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরি যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল। কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে মঞ্চ বাঁধার কাজ শুরুর আগে খুঁটিপুজো অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি বা তাঁর ছেলে জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরিকে দেখা যায়নি বলে খবর।