প্রথম পাতা খবর সিবিআই দেখিয়ে লাভ নেই, আমার শিরদাঁড়া নট ফর সেল, ঘাটালে বিস্ফোরক অভিষেক

সিবিআই দেখিয়ে লাভ নেই, আমার শিরদাঁড়া নট ফর সেল, ঘাটালে বিস্ফোরক অভিষেক

412 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : মেদিনীপুরে বিজেপি-র জামানত জব্দ হবে, ১৫টি আসনেই হারবে বিজেপি। ঘাটালের জনসভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার বার্তা তৃণমূল সাংসদের।

শনিবার বেলা ৩.১০ মিনিট নাগাদ হেলিকপ্টারে ঘাটাল পৌঁছন অভিষেক। ঘাটালের বেলতলা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো করেন তিনি।

প্রায় সাড়ে চার কিমি রাস্তায় দলের পতাকা, বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। সঙ্গে ডিজে-তে বাজছিল ‘খেলা হবে’ গান। রোড শো-তে হাত নেড়ে একপ্রকার ভোটের প্রচার শুরু করে দিলেন অভিষেক।

তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর কারও পৈতৃক সম্পত্তি নয়। ঘাটাল, গড়বেতা, কাঁথি, তমলুক, হলদিয়া, মেদিনীপুর কারও জায়গা নয়, এগুলো ওই সব এলাকার মানুষেরই। উঠে এল সিবিআই প্রসঙ্গও।

আরও পড়ুন : বাংলা নিজের মেয়েকেই চায়, ভাইরাল পি-কের টুইট

নাম না করে শুভেন্দুকেও আক্রমণ করেন তিনি। অভিষেকের হুঁশিয়ারি, তৈরি থাকুন, নির্বাচনের পর ৫ বছর গণতান্ত্রিক ভাবে খুঁজে পাওয়া যাবে না বিজেপিকে।

মেদিনীপুরের ১৫ টি আসনেই বিজেপি-কে হারাতে হবে। প্রতি আসনেই হারাতে হবে ওদের। এক ইঞ্জি জায়গা ছেড়ে দেওয়া হবে না। এর পর তৃণমূল কর্মীদের উদ্দেশে অভিষেকের বার্তা, সবুজ আবির কিনে রাখুন, ২ মে খেলা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.