প্রথম পাতা খবর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত

283 views
A+A-
Reset

ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল দিল্লির আদালত। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁকে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  ইডির আবেদনের ভিত্তিতেই তাঁকে আদালত হাজিরার নির্দেশ দিয়েছে।


কয়লা পাচার কাণ্ডে (Coal Scem) বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়াচ্ছেন অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না রুজিরা। এমনকী, সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের পর আইকোর কাণ্ডে মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের


ইডির দায়ের করা একটি মামলায় রুজিরা ৩০ সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে পাতিয়ালা হাউজ আদালত। ইডির দাবি, কয়লাপাচারকাণ্ডে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও হাজিরা দিচ্ছেন না তিনি। আইনজ্ঞদের মতে, অভিষেক রুজিরার দায়ের করা মামলার আইনি লড়াইয়ের অংশ হিসাবে দায়ের হয়েছে এই মামলা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.