প্রথম পাতা খবর এক দিনের সফরে সোমবার আগরতলা যাচ্ছেন অভিষেক

এক দিনের সফরে সোমবার আগরতলা যাচ্ছেন অভিষেক

328 views
A+A-
Reset

ডেস্ক: ত্রিপুরার জমি চষতে শুরু করেছে আইপ্যাকের টিম। লক্ষ্য ত্রিপুরার মানুষের মন বোঝা। বিপ্লব দেব সরকারের উপর মানুষের ক্ষোভ বিক্ষোভের জায়গাগুলিকে চিহ্নিত করা। সেই লক্ষ্যে সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দেবেন। তারপর আগরতলায় হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ত্রিপুরায় পা দেবাংশু’র, আগরতলা স্টেশনে বাজল ‘‌খেলা হবে’‌ গান


ত্রিপুরাতে দিল্লি থেকে উড়ে যাবেন ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদাররাও। থাকতে পারেন শ্রমিক সংগঠনের নেতারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যুবনেতা দেবাংশুও। তাই রাজনৈতিক মহল মনে করছে, অভিষেক যাবেন মিশন ২০২৩-এর এর ব্লুপ্রিন্টে শিলমোহর দিতে। আরও সরলীকরণ করে বললে, সাংগঠনিক কাঠামো রূপায়ণ হবে তাঁর হাত ধরেই। ভিনরাজ্যে একটি দুটি আসন জিততে যাবে না তৃণমূল। বরং তৃণমূলের লক্ষ্য অন্য রাজ্যে মসনদে বসা। ঘুরিয়ে বললে আঞ্চলিক দলের তকমা সরিয়ে সর্বভারতীয় হয়ে ওঠা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.