প্রথম পাতা খবর আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা, দলের হয়ে কাজ করতে চেয়ে অভিষেককে চিঠি অর্পিতার

আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা, দলের হয়ে কাজ করতে চেয়ে অভিষেককে চিঠি অর্পিতার

279 views
A+A-
Reset

ডেস্ক: আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ । হঠাত তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। তৃণমূল সূত্রের খবর যে অর্পিতা ঘোষকে কোনও এক সাংগঠনিক পদে চাইছে তৃণমূল। দলের সাংগঠনিক দিক থেকে অর্পিতার গুরুত্বের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে খবর। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংগঠনিক কাজ করতে চান বলে জানিয়েছেন। 


অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়ে দিয়েছেন,তিনি বাংলার কাজ করতে আগ্রহী। সেই সুযোগ তাঁকে দেওয়া হোক। লিখেছেন, ” বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই।”

আরও পড়ুন: সর্বভারতীয় স্পিকার সম্মেলন, রাজ্যপাল এবং কেন্দ্রীয় এজেন্সিকে তোপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের


কৃতজ্ঞতা স্বীকার করে চিঠির শুরুতেই অর্পিতা লেখেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। উপভোগও করেছি। লোকসভার সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ— দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। তার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।’


এদিকে, অর্পিতার সাংসদ পদ ফাঁকা হতেই সেখানে তৃণমূল কাকে বসাতে চাইছে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। তৃণমূলের তরফে এবিষয়ে কারোর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে, দলের সামনে কোনও বড় সাংগঠনিক কাজে অর্পিতাকে কাজে লাগানো হবে। এক্ষেত্রে বারবার ২০২৪ এর লোকসভা নির্বাচনকেই কার্যত পাখির চোখ করে নিয়েছে। দল। এর আগেই তৃণমূল কার্যত জানান দিয়েছে যে ২০২৪ সালকে নজরে রেখে দলের থিঙ্ক ট্যাঙ্ক নিদের মতো করে কুশলী পদক্ষেপ নিচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.