কলকাতা: বছরের প্রথম দিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। রবিবার নিউটাউনে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হল শাকিল আহমেদ নামে ওই ছাত্রের।
অন্যান্য় পড়ুয়াদের দাবি, ক্যাম্পাস থেকে বেরনোর সময় শাকিলকে ধাক্কা মারে একটি গাড়ি। ছিটকে রাস্তার পাশে পড়ে যান ওই ছাত্র। তাঁকে ধাক্কা মেরে চম্পট দেয় গাড়িটি। প্রায় ১৫ মিনিট রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন শাকিল। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর পরই ঘাতক গাড়িটিকে আটক করা ও চালককে গ্রেফতারের দাবিতে দফায় দফায় অবরোধ শুরু হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, একটা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেল। সেই গাড়িকেও ধরতে পারল না পুলিশ। সেই গাড়িকে ধরতে না পারা পর্যন্ত অবরোধ চলবে। অন্য দিকে, ওই ঘাতক গাড়ির সন্ধান শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
সূত্রের খবর, শাকিলের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন তিনি।