কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শুক্রবার আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ দিন অভিযুক্তকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ আদালতে। কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় ধৃতকে। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করানো হয়েছিল তাকে।
এ দিন শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এ ছাড়া ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সূত্রের খবর, সেই অনুমতি দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ৯ আগস্টের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ দাবি করে সঞ্জয়ই মূল অভিযুক্ত। কারণ, পুলিশি জেরায় সঞ্জয় স্বীকার করেছে, সে-ই খুন করেছে এবং নিজে এই ঘটনায় ফাঁসি চেয়েছে। এখন এই মামলা সিবিআইয়ের তদন্তাধীন।