প্রথম পাতা খবর আচমকা উধাও ফেসবুক, বিভ্রাট ইনস্টাগ্রামেও

আচমকা উধাও ফেসবুক, বিভ্রাট ইনস্টাগ্রামেও

352 views
A+A-
Reset

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড-সহ মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মগুলি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ নিজে থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়। তার পর আর লগইন করতে পারেননি ব্যবহারকারীরা। এই বিভ্রাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে কাজকর্মকে চরম ভাবে প্রভাবিত করেছে।

এ দিন আচমকাই ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ অথবা ট্যাবের মতো ডিভাইস থেকে লগআউট হয়ে যায়। তার পর চাইলেও আর লগইন করা যাচ্ছে না। এমনকী, যে লগইন কোড আসছে তাও কাজ করছে না।

অন্য দিকে, ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। ইনস্টাগ্রাম থেকে লগআউট না হলেও সেখানে কোনও কিছু লোড হচ্ছে না। দেখাচ্ছে না কিছু। ব্যবহারকারীদের অভিযোগ, নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে।

আপডেট আসছে…

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.