বলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ১৫ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর পুরনো বন্ধু ও সহ-অভিনেতা অমিত বহল।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও গত কয়েক মাসে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি জটিল হয়ে পড়ে, অস্ত্রোপচারও হয় তাঁর। অবশেষে সোমবার তিনি চিরনিদ্রায় শায়িত হন। বুধবার বিকেল সাড়ে ৪টেয় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)’-এর তরফেও গভীর শোকপ্রকাশ করা হয়েছে।
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে বি আর চোপড়ার “মহাভারত” এক অবিস্মরণীয় অধ্যায়। সেই ধারাবাহিকেই কর্ণের চরিত্রে প্রাণ এনে দর্শকমনে অমর হয়ে আছেন পঙ্কজ ধীর। তাঁর সংলাপ, গাম্ভীর্য ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মনে গেঁথে আছে। কর্ণ চরিত্র তাঁকে শুধু খ্যাতিই দেয়নি, এনে দিয়েছে এক কিংবদন্তির মর্যাদা।
টেলিভিশনের পাশাপাশি পঙ্কজ ধীর সমানভাবে দাপিয়ে বেড়িয়েছেন হিন্দি সিনেমাতেও। ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ়’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর উপস্থিতি দর্শকরা মনে রেখেছেন।এছাড়াও তিনি “ধ্রুব তারা” (২০২৪) নামের ধারাবাহিকেও অভিনয় করছিলেন। প্রায় ৫৫ বছরের অভিনয়জীবন তাঁর— যেখানে তিনি অভিনয় ছাড়াও দুটি ছবি পরিচালনা করেন।