কলকাতা: শুধু শিশুদেরই নয়, অ্যাডিনোভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও। বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সমস্য়া আরও বাড়ছে।
অ্যাডিনোভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলা জুড়ে। ভাইরাসের প্রকোপ শিশুদের উপরই বেশি। শিশুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিডের দীর্ঘ সময় ধরে বাইরে বেরোয়নি খুদেরা। তার ফলে স্বাভাবিক পরিবেশে মেলামেশাও কমে গিয়েছে অনেকটা। রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে। সেই সুযোগই নিচ্ছে অ্যাডিনোভাইরাস।
তবে হাসপাতালে শিশুরোগীদের সংখ্যা বাড়লেও অ্যাডিনোভাইরাসের প্রকোপে যে কেউ আক্রান্ত হতে পারেন। যে কোনো বয়সের মানুষই এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন। এক বিশিষ্ট চিকিৎসক জানান, অনেক প্রাপ্তবয়স্করা আসছেন। প্রচুর কাশি। সঙ্গে অন্য উপসর্গও রয়েছে। গতানুগতিক ওষুধ দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না।
চিকিৎসকদের মতে, শুধুমাত্র, অ্যাডিনোভাইরাসই নয়, প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছেন রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসেসাল ভাইরাসে। বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সমস্যা আরও বাড়ছে। ঠিক যেমনটা কোভিডের সময়ও কোমর্বিডিটি থাকলে অবস্থা খারাপ বেশি হচ্ছিল, এক্ষেত্রেও তাই।