প্রথম পাতা খবর মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

1.1K views
A+A-
Reset

ব্যারাকপুর: অসুস্থতার কারণে অন্তরালে রয়েছেন একসময় রাজনীতির ময়দানে পরিচিত মুখ মুকুল রায়। বৃহস্পতিবার হঠাৎই তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আগমন নিয়ে জল্পনা ছড়ায়।

অধীর চৌধুরী বৃহস্পতিবার কাঁচড়াপাড়ায় বাম কংগ্রেস জোটের সভায় গিয়েছিলেন। দেবদূত ঘোষের হয়ে প্রচারে এসেছিলেন অধীর। প্রচারের পরেই আচমকা হাজির হন মুকুল রায়ের বাড়িতে। আচমকা এই উপস্থিতির কারণ কী?

অধীর জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায় অসুস্থ। তাই তাঁর শরীরের খোঁজ নিতে এসেছেন তিনি। অধীর চৌধুরী বলেন, “কেমন আছে জিজ্ঞাসা করলাম। কোনও কথা হয়নি। চেনা জানা আছে তাই এলাম। দেখে দুর্বল লাগল, অসুস্থ মনে হল।”

শুধু তাই নয়, কোনও অসুবিধায় পড়লে বা দরকার হলে মুকুলের পাশে থাকবেনও বলেছেন অধীর। তবে হঠাৎ করে মুকুলের বাড়িতে অধীরের আগমন ঘিরে তৈরি হয় নানামহলে নানান গুঞ্জন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.