কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি-র পদ থেকে সরে দাঁড়ালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপালকে ই-মেল করে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।
সৌমেন্দ্রনাথ রাজ্যপালের কাছে নিজের পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কী কারণে আচমকা এই পদত্যাগ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু, ই-মেলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। তার আগেই ই-মেল মারফত পাঠানো হয়েছে এই পদত্যাগপত্র।
নতুন এজি নিয়োগ নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, এজি পদে আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করতে পারে রাজ্য। তিনি এর আগেও রাজ্যের এজি ছিলেন। গত বিধানসভা ভোটের পরে তাঁকে সরিয়ে দেয় নবান্ন। এমন জল্পনার মধ্যেই মধ্যে বিদেশ থেকে আচমকা পদত্যাগের কথা জানালেন আইনজীবী সৌমেন্দ্রনাথ।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ওই পদে আনা হয় সৌমেন্দ্রনাথকে। পদত্যাগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ‘‘আমি এই মুহূর্তে বিদেশে রয়েছি। শুধু রাজ্যপালকেই ইস্তফাপত্র পাঠিয়েছি।’’