প্রথম পাতা খবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ন’জনের মৃত্যু, কেঁপে উঠল পাকিস্তান ও উত্তর ভারত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ন’জনের মৃত্যু, কেঁপে উঠল পাকিস্তান ও উত্তর ভারত

185 views
A+A-
Reset

আফগানিস্তান ফের কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে। রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে উৎপন্ন হয় ৬.৩ মাত্রার ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬।

ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ন’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নানগরহরের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মূল কম্পনের পর একাধিকবার আফটারশক অনুভূত হয়। তার মধ্যে অন্তত দুটি আফটারশকের মাত্রা ছিল ৫। ভারতীয় সময় রাত ১টা ৫৯ মিনিটে ৪.৩ মাত্রা, ভোর ৩টে ৩ মিনিটে ৫ মাত্রা এবং ভোর ৫টা ১৬ মিনিটে আবারও ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। প্রতিবারই উৎস ছিল ভূমি থেকে ১০ থেকে ৪০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের কিছু অঞ্চল ও ভারতের জম্মু-কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাও কেঁপে ওঠে। হঠাৎ রাতের কম্পনে দিল্লি ও এনসিআর-এ আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। সমাজমাধ্যমে রাতের সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গিয়েছে অনেকে।

নানগরহর প্রদেশ পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত এবং কাবুল থেকে এর দূরত্ব প্রায় ২০২ কিলোমিটার। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে আরও একটি ৬.৩ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তালিবান সরকার দাবি করেছিল, তাতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। তবে রাষ্ট্রপুঞ্জের হিসাবে নিহতের সংখ্যা ছিল দেড় হাজারের কিছু বেশি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.