২০১৭-র পর ফের একবার তৃণমূল কংগ্রেসে হতে চলেছে সাংগঠনিক নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়।
এই নির্বাচনে কারা কারা ভোট দান করতে পারবেন, সেই তালিকাও প্রকাশ করা হবে আগামী ২৫ জানুয়ারির মধ্য়ে বলেও জানান হয়েছে। তবে উল্লেখযোগ্য় বিষয় হল, এই সাংগঠনিক নির্বাচনের বাইরে রাখা হয়েছে তৃণমূল চেয়ার পার্সন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পদ দুটি।
দলের মহাসচিব আরও বলেন, এই সাংগঠনিক নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং সুব্রত বক্সির সঙ্গে আলোচনার পর। এই নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়ীত্ব পালন করবেন পার্থ চট্টোপাধ্য়ায় নিজে।
তবে এই সাংগঠনিক নির্বাচন হলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পদ দুটিকে নির্বাচনের বাইরেই রাখা হয়েছে বলেও জানান পার্থ চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কোনও বিকল্প দলে নেই। আর তিনিই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এই কারণেই এই দুটি পদকে বাইরে রেখেই দলের বাকি সব পদের জন্য় হবে এই সাংগঠনিক নির্বাচন পর্ব।