প্রথম পাতা খবর ইডি-র দফতরে দীর্ঘ জেরার শেষে ফের বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ইডি-র দফতরে দীর্ঘ জেরার শেষে ফের বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

391 views
A+A-
Reset

ডেস্ক : কয়লাকাণ্ডে দীর্ঘ ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে ফের বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জেরার পর বেরিয়ে এসে এ দিন অভিষেক আবারও বলেন, ‘‘ আমার বিরুদ্ধে কোন তথ্য-প্রমাণ থাকলে সামনে আনুন। যদি মনে করেন ভয় দেখিএ তৃণমূলকে জব্দ করবেন,তা হবে না। যাই করুন না কেন সামনের ভোটে তৃণমূল জিতবেই। জীবন দিয়ে দেব কিন্তু মাথা নোয়াবো না, কংগ্রেসের মতো ঘরে বসে থাকব না। কাপুরুষরা হারাতে পারেনি বলে প্রতিহিংসার রাজনীতি করছে।’

তিনি আরও বলেন, ‘‘ ২০২৪-এ বিজেপিকে হারাবই। বাংলায় ২০০ আসন পাব বলেছিলেন মোদী। কিন্তু বাংলায় ৭৭ আসন পেয়ে থামতে হয়েছে বিজেপিকে। আমাদের সঙ্গে ২৫জন বিধায়ক যোগাযোগ রাখছেন কিন্তু নিচ্ছি না। তৃণমূল কংগ্রেসে আসার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লড়লেও জিতবে। বিজেপি তাদের আটকে পারবে না।’’

সোমবার সকাল পৌনে ১১টা নাগাদ দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২৮ আগস্ট কয়লাকাণ্ডের তদন্তে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নোটিশ পাঠায় ইডি। কিন্তু দুই সন্তানের মা রুজিরা বন্দ্যোপাধ্যায় আসতে অপারগ বলে বলে জানিয়ে দেন। তাঁদের সকাল সাড়ে এগারোটার মধ্যে ইডির দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : সিআইডি দফতরে হাজিরা এড়ালেন শুভেন্দু আধিকারী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.