আজ, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। প্রায় দেড় মাস পর মামলাটি প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে উঠছে। বেলা সাড়ে ১১টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা। বেঞ্চের তৃতীয় বিচারপতি হিসাবে থাকতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী।
তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট নয় পরিবার। তাদের অভিযোগ, তদন্তে গুরুত্বপূর্ণ অনেক দিক যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। সেই কারণেই পুনরায় তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল পরিবার। তবে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় হাই কোর্ট শুনানি করতে অস্বীকার করে। এরপরই নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টে আবেদন করেন।
গত ২৯ জানুয়ারির শুনানিতে প্রধান বিচারপতি খন্না জানতে চান, পরিবার কোন আদালতে মামলা চালাতে চায়। তারা জানায়, সিবিআই তদন্তের ত্রুটি নিয়ে হাই কোর্টেই বিচার চায় তারা। আজকের শুনানিতে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।