প্রথম পাতা খবর ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা , প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী!

ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা , প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী!

232 views
A+A-
Reset

ডেস্ক: এর আগে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠতে থাকে। বিভিন্ন সময়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদল তৃণমূলকে বিঁধেছে বিজেপি। এবার ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা করছে বিজেপি। ‘ভোট পরবর্তী হিংসা’র আশঙ্কায় রাজ্যপাল জগদীপ ধনকড়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিস কমিশনারকে চিঠি লিখেছেন প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। 


প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও করে৷ অতীতে আমরা সেটাই দেখেছি৷ ভবানীপুরেও এরকম হবে বলেই আমার আশঙ্কা৷ সেই কারণেই চিঠি দিয়েছি৷’ যদিও বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল৷ 

আরও পড়ুন: ব্যালট খুলতেই ৩ কেন্দ্রে এগিয়ে তৃণমূল


এই ঘটনায় প্রিয়াঙ্কাকে পাল্টা তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘গোটা দেশে বিজেপি এরকমই অপপ্রচার চালাচ্ছে বাংলা এবং তৃণমূলকে বদনাম করার জন্য৷ ভবানীপুরে কোনও অশান্তি হয় না। হবেও না। এটা সংস্কৃতি প্রিয় মানুষদের জায়গা। উনি বাইরের লোক। জানেন না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.