প্রথম পাতা খবর অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনের পর আজ শ্যামনগরে প্রথম সভা অভিষেকের

অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনের পর আজ শ্যামনগরে প্রথম সভা অভিষেকের

341 views
A+A-
Reset

আজ শ্যামনগরে অভিষেকের জনসভা। জনসভা শুরু হবে দুপুর ৩টেয়। অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনের পর প্রথম সভা অভিষেকের। এবার তাঁকে পাশে নিয়েই জগদ্দল বিধানসভা এলাকায় সভা কর‍তে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর ও দমদম এই দুই সাংগঠনিক জেলার সদস্যদের নিয়েই হবে আজকের এই সভা ৷

অর্জুনের দলে ফেরা নিয়ে এখনও অনেকের মধ্যে সংশয় রয়েছে বলে সন্দেহ ৷ সংশয় দূর করে এখন থেকেই ২০২৪ এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তেই আজ, সোমবার শ্যামনগরে অন্নপূর্ণা কটন মিলের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজারহাট থেকে দমদম সেখান থেকে খড়দহ হয়ে শ্যামনগরে সভায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই যাত্রাপথ জুড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷ নেতা থেকে শুরু করে জনগণের মধ্যে অর্জুন সিংকে নিয়ে যে সংশয় রয়েছে, তার সমাধান এই সভা থেকেই করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.