হাওড়ার পরে এ বার শিয়ালদহ থেকেও চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন পরিষেবা শুরুর আগে শিয়ালদহ স্টেশনে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই শিয়ালদহে এই ট্রেন চালানোর উপযোগী পরিকাঠামো প্রস্তুত হতে পারে।
পরিকল্পনার অংশ হিসেবে, কলকাতা টার্মিনালের পাশে কাশীপুরে একটি আধুনিক কোচিং ডিপো নির্মাণ করা হবে। ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেস-সহ অন্যান্য আধুনিক ট্রেনের রক্ষণাবেক্ষণ করা যাবে। পাশাপাশি, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো উন্নত করার কাজ চলছে। পিট লাইনের দৈর্ঘ্য বাড়িয়ে সর্বাধিক ২৪ কোচের ট্রেন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
হাওড়ার মতোই শিয়ালদহেও রেলের পুরনো সেতুগুলির সংস্কারের মাধ্যমে ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্য দিকে, ব্যান্ডেল স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসাবে গড়ে তুলতে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে রেল।