মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পুলিশকে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন।বগটুই গ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের যেখানে যত বেআইনি অস্ত্র, বোমা রয়েছে তল্লাশি চালিয়ে এক সপ্তাহের মধ্যে সেগুলি বাজেয়াপ্ত করতে হবে। এর পরই জেলায় জেলায় শুরু হয় পুলিশি অভিযান। তাতেই মুড়িমুড়কির মত উঠে আসছে বোমা, কার্তুজের সম্ভার। মুর্শিদাবাদ থেকে নদিয়া, বীরভূম থেকে বর্ধমান, কেশপুর থেকে তুফানগঞ্জ রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে বেআইনি বোমা-বন্দুকের গোপন আস্তানা, যেখান থেকে উদ্ধার ঝুড়ি ঝুড়ি বোমা আর প্রচুর আগ্নেয়াস্ত্র।
মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে ওই দিন রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয় অভিযান। একের পর এক জেলা থেকে উদ্ধার হতে শুরু করে প্রচুর অস্ত্রশস্ত্র।
শুক্রবার বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার ছোট ডাঙাল থেকে প্রায় ২০০টি তাজা বোমা উদ্ধার হয়। ছোট ডাঙাল গ্রামের ক্যানালের কাছে ছ’টি ব্যারলে বোমাগুলি রাখা ছিল। পুলিশ সেগুলি উদ্ধার করে। বিকেলে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
আসানসোলের সালানপুর থানার রূপনরায়ণপুর ফাঁড়ির অন্তর্গত চিতালডাঙা এলাকার একটি বাড়ির ভিতরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ১২টি অসম্পূর্ণ অস্ত্র উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে পিস্তল তৈরির সরঞ্জাম, লোহা কাটার যন্ত্র, লেদ মেশিন।
কেশপুরেও মিলল তাজা বোমা
শুক্রবার সাতসকালে কেশপুর থানার গুণহারা বড়ডাঙা এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়। জঙ্গলের ভিতর থেকে কয়েকটি বালতি উদ্ধার হয়। তার ভিতরই বোমাগুলি রাখা ছিল বলে অভিযোগ। কেশপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮০ থেকে ১০০টি বোমা উদ্ধার হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।
হাওড়া পুলিশ কমিশনারেটের দাসনগর ও শিবপুর থানা এলাকাতেও অভিযান চালানো হয়েছে। তাতে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছ’জনকে
মুর্শিদাবাদের চার জায়গায় তল্লাশি
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুর্শিদাবাদ পুলিশ জেলার চারটি জায়গা থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছ’টি গুলি, দু’টি বোমা উদ্ধার করেছে।
বর্ধমানের খাগড়াগড় মোড় থেকে বৃহস্পতিবার অস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশের টহলদারি টিমের কাছে খবর আসে। তার ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।