কলকাতা: বিধানসভা কেন্দ্রের পাশাপাশি অঞ্চল ধরে ধরে মিছিল, পথসভা। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বুথে হবে আলোচনা। দুর্গাপুজোর পরই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে রুটিন মেনে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, নতুন কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাদের জেলা সফরের রুটিন করে দিচ্ছে শাসকদল। ওই রুটিন মেনে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন তাঁরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এ ভাবেই জনসংযোগে আরও জোর দিতে চায় তৃণমূল।
বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের জেলাস্তরের নেতৃত্বে বড়োসড়ো রদবদল করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্লকস্তরে বহু নতুন মুখ দলের পদে এসেছেন। নেতৃত্বের এই বদলের ফলে জনসংযোগে যাতে কোনো প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে চাইছে তৃণমূল।
এ ব্যাপারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, “তৃণমূল সারা বছর পড়াশোনা করে। পরীক্ষার আগে আলাদা করে পড়তে হয় না। নিবিড় ভাবে মানুষের সঙ্গে আছে। এটারই পর্যায়ক্রমে আলোচনা। এটা চলছিলই। এর একটা ঘরানা আছে। পুজোর পর আবার আরেকটা পর্যায় হবে”।
আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তীব্র চাঞ্চল্য