প্রথম পাতা খবর দিল্লি থেকে ফিরে ফের ‘লম্বা ছুটি’ কাটাতে দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ

দিল্লি থেকে ফিরে ফের ‘লম্বা ছুটি’ কাটাতে দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ

287 views
A+A-
Reset

ডেস্ক: দিল্লি থেকে ফিরে ফের বুধবার সকালেই দিল্লি গেলেন দিলীপ ঘোষ। তাঁর এই সফর প্রায় দশদিনের। আর এই দশদিনের মধ্যে তিনি যেতে পারেন কাশ্মীরে । সম্প্রতি বিজেপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে কাশ্মীর। সেই দলে থাকতে পারেন দিলীপ ঘোষও। কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসার মোকাবিলা এবং তৃণমূলের বিরুদ্ধে আরও কীভাবে আক্রমণ জোরদার করা যায়, তা নিয়ে জে পি নাড্ডার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ৷ 


দিল্লি যাওয়ার আগে সংবাদমাধ্যমকে বিমানবন্দরে বললেন, ‘লম্বা ছুটি কাটাতে যাচ্ছি।’ দিলীপ ঘোষের এই মন্তব্য আক্ষরিক অর্থে নাকি ইঙ্গিতবহ, তা অবশ্য সময়ই বলবে। উল্লেখ্য, এদিন ১০ দিনের লম্বা সফরে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। এই সফরকালে সংসদীয় দলের সঙ্গে কাশ্মীরেও যাওয়ার কথা দিলীপবাবুর। সংসদ অধিবেশন পার করেই ফের কলকাতায় ফিরবেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: রাহুলের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের, তুঙ্গে জল্পনা


দিলীপ ঘোষ বলেন, ”অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাকে টার্গেট করা হচ্ছে। তাকে ভয় ও আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। এমনকী তার লোকজনদেরকেও টার্গেট করা হচ্ছে। ব্যারাকপুরে অর্জুন সিংকে যাতে বিরক্ত করা যায় সেই রকম পুলিস অফিসারও নিয়োগ করা হয়।” শুধু তাই নয়, বর্ধমানের গতকালের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ”কিছু লোক পার্টিকে অস্বস্তিকে করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই কাজ সমর্থন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.