Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের ভারতে বিশ্বসেরার খেতাব, মিস ইউনিভার্স ২১ হরনাজ সান্ধু - NewsOnly24

ফের ভারতে বিশ্বসেরার খেতাব, মিস ইউনিভার্স ২১ হরনাজ সান্ধু

বিশ্বের দরবারে আরও একবার ভারতের জয়জয়কার। ৭০ তম মিস ইউনিভার্স মঞ্চে সকলকে তাক লাগিয়ে খেতাব জিতল ভারত । আরও এক মিস ইউনিভার্স খেতাব ভারতের বুকে নিয়ে এলেন হরনাজ সান্ধু। ২১ বছর আগে এই খেতাব জিতেছিলেন লারা দত্ত। এর পর পঞ্চাবের মেয়ে আবারও জিতে নিলেন সেরার সেরা সম্মান।


১২ ডিসেম্বর থেকেই মিস ইউনিভার্স ২০২১ ছিল সকলের লক্ষ্যে । আর সেই প্রতিযোগিতাতেই ঘরের মেয়ের জয়। কড়া টক্কর দিয়ে শেষ পর্যন্ত টিকে থেকে মুকুট ছিনিয়ে আনলেন হরনাজ। এবার ভারত থেকে বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন উর্বশী রাউটেলা। বয়স মাত্র ২১ বছর। ২০১৭ থেকেই মডেলিং কেরিয়ার শুরু।


২০১৭ সালে শুরু যাত্রা। ৪ বছরেই বিশ্বসেরা সুন্দরী হারনাজ। ২০১৭ সালে টাইমস ফেস প্রতিযোগিতার মধ্যে দিয়েই সকলের নজর কেড়েছিলেন হরনাজ। এরপর থেকেই নানান ছোট বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছিলেন মডেলিং-এর কাজ।


হরনাজের কথায়, তিনি খুব কম সময় পেয়েছেন প্রস্তুতি নিতে। গোটা টিম তাঁকে সাপোর্ট করছে। এর আগে এই সম্মান জয়ী হয়েছেন ভারত থেকে দুজন। সুস্মিতা সেন, লারা দত্ত। আবার ২০২১-এই ভারতের বুকে ফিরল সম্মান।


Related posts

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ