প্রথম পাতা খবর অহমদাবাদ বিমান দুর্ঘটনা: দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী, একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে সাক্ষাৎ হাসপাতালে

অহমদাবাদ বিমান দুর্ঘটনা: দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী, একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে সাক্ষাৎ হাসপাতালে

144 views
A+A-
Reset

অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর শুক্রবার ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেঘানিনগরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর তিনি হাসপাতালে ভর্তি একমাত্র জীবিত যাত্রী, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। দুর্ঘটনার বিষয়ে মোদী বলেন, ‘‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি স্তব্ধ। যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, তাদের পাশে রয়েছি। কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন একসঙ্গে কাজ করছে।’’

বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই লন্ডনগামী এআই ১৭১ বিমানটি মেঘানিনগরে অবস্থিত বিজে মেডিক্যাল কলেজের আবাসনের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়, আকাশে ওঠে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। দুর্ঘটনায় পাঁচ মেডিক্যাল ছাত্র-ছাত্রীরও মৃত্যু হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে ২৪২ জন ছিলেন। মৃত্যু হয়েছে ২৪১ জনের। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডার নাগরিক। কেবল ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ জীবিত রয়েছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.