নয়াদিল্লি: শুক্রবার (১৭ মে) বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে । এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৮০৭-এর এসি ইউনিটে আগুন লেগে যাওয়ার বিমানম্দরে ফিরে আসে। এর ফলে পুরো বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, এই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফ্লাইটটি দিল্লিতে নিরাপদ অবতরণ করে।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্লাইটটি দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো হতাহতের খবর নেই। একজন এয়ারলাইন আধিকারিক বলেছেন যে যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হয়।
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক জানান, ফ্লাইটটি দিল্লিতে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।