কেরলের কারিপুর বিমানবন্দরে শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি দুবাইগামী বিমানকে জরুরি অবতরণ করাতে হল। নির্ধারিত সময় সকাল সওয়া ৮টায় বিমানটি উড্ডয়ন করলেও কিছুক্ষণের মধ্যেই পাইলট বিমানে যান্ত্রিক সমস্যা অনুভব করেন।
পাইলট দ্রুত কারিপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। সতর্ক অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানের নিরাপদ অবতরণ নিশ্চিত করেন। বিমানে ১৮২ জন যাত্রী ছিলেন, এবং তাঁরা সকলেই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় বিমানটি কোনও বিপত্তি ছাড়াই অবতরণ করে।
সম্প্রতি কাজ়াখস্থান ও দক্ষিণ কোরিয়ায় পরপর দুটি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার ঘটনায় ল্যান্ডিং গিয়ারের সমস্যা ছিল। কিন্তু এ ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট দক্ষতার পরিচয় দিয়ে যাত্রীদের নিরাপদে ফিরিয়ে এনেছেন।