মুম্বাই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভুয়ো হুমকির কারণে আট ঘণ্টা পর ফিরে আসে। বোয়িং ৭৭৭ বিমানটি, যাতে ৩০৩ জন যাত্রী ও ১৯ জন ক্রু সদস্য ছিলেন, আজারবাইজানের আকাশসীমায় পৌঁছানোর পর দিক পরিবর্তন করে মুম্বাইয়ে ফিরে আসে। বিমান অবতরণের পর বোমা শনাক্তকরণের প্রক্রিয়া চালানো হয়, তবে হুমকিটিকে ভুয়ো বলে ঘোষণা করা হয়।
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টায় মুম্বাই থেকে আকাশে উড়েছিল এবং সকাল ১০:২৫ নাগাদ ফিরে আসে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাতে সাধারণত ১৫ ঘণ্টা সময় লাগে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটি আগামীকাল সকাল ৫টায় পুনরায় যাত্রা করবে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের জন্য হোটেল, খাবার ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, “বিমানটি বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলোর বাধ্যতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। ফ্লাইটটি ১১ মার্চ ২০২৫ সকাল ৫টায় পুনরায় চালু করা হবে এবং সকল যাত্রীদের হোটেল, খাবার ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের কর্মীরা যাত্রীদের অসুবিধা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে। এয়ার ইন্ডিয়া সর্বদা যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে” ।