দায়িত্বে গাফিলতির কারণে তিন কর্মীকে সাসপেন্ড করল নেপালের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (সিএএএন)। গত শুক্রবার সকালে কাঠমান্ডুর আকাশে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল নেপাল এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়ার বিমান। সেই ঘটনার জেরেই অভিযুক্ত কর্মীদের বরখাস্ত করল নিয়ন্ত্রক সংস্থা।
সিএএএন টুইটারে লেখে, ‘২৪ মার্চ এয়ার ইন্ডিয়া এবং নেপাল এয়ারলাইন্সের মধ্যে ঘটে যাওয়া একটি ট্রাফিক সংঘর্ষের ঘটনায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি)-কে সক্রিয় নিয়ন্ত্রণ অবস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
শুক্রবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কাঠমান্ডুতে আসা নেপাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ-৩২০ বিমান এবং নয়াদিল্লি থেকে কাঠমান্ডুতে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্যে প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল সিএএএন।
ঘটনার দু’দিন পর রিপোর্ট প্রকাশ করল ওই কমিটি। জানা গিয়েছে, ঠিক যে সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উচ্চতা থেকে নীচে নামছিল, তখনই নেপাল এয়ারলাইন্সের বিমানটি প্রায় একই জায়গায় ১৫ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছিল। সংঘর্ষ এড়াতে নেপাল এয়ারলাইন্সের বিমানটি কোনোরকমে ৭ হাজার ফুট উচ্চতায় নেমে যায়। সংঘর্ষ হলে বড়ো বিপদ ঘটে যেতে পারত।