কয়েক মাসের মধ্যেই আরও এক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে আকাসা এয়ার। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের মার্চের শেষ নাগাদ সামগ্রিক কর্মী সংখ্যা তিন হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সংস্থা।
২০২২ সালের আগস্টে কাজ শুরু করেছিল আকাসা এয়ার। মাত্র সাত মাসের মধ্যেই রুট এবং বিমানের সংখ্যাও বৃদ্ধি করেছে। সংস্থার সিইও বিনয় দুবে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু নতুন রুটে এবং আন্তর্জাতিক ফ্লাইটও চালু করবে আকাসা এয়ার।
সংস্থার মতে, বর্তমানে কর্মী সংখ্যা ২ হাজার, যা চলচি আর্থিক বছরের শেষ নাগাদ ৩ হাজারে উন্নীত হবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে শতাধিক বিমান কিনতে চায় সংস্থা।
সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ৭২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের বরাত দিয়েছে আকাসা। তার মধ্যে ১৯টি বিমান হাতে পেয়ে গিয়েছে। এপ্রিলের মধ্যে ২০তম বিমানটিও চলে আসবে। তার পরেই আকাসা এয়ার আন্তর্জাতিক উড়ান চালু করার অনুমতি চাইবে। বর্তমানে সংস্থা দৈনিক ১১০টি ফ্লাইট চালায় মোট ১৭টি গন্তব্যে।