৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর বাড়ির পাশে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতার বেদম প্রহারে মৃত্যু হল অভিযুক্তের।
শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটার খগেনহাট এলাকার ঘটনা। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তখন পুলিশের গাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার বলেন, “শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ‘নির্যাতিত’ শিশুর মা-বাবা কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির সামনে শিশুটি একা একা খেলছিল। বাড়ি ফিরে দম্পতি তাঁদের সন্তানকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। দু’এক জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় স্থানীয় এক যুবকের সঙ্গে মেয়েটিকে তাঁরা দেখেছেন। আরও কিছু ক্ষণ খোঁজ করার পর বাড়ি থেকে খানিক দূরে একটি পুকুরের ধারে শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা।
জানা গেছে, অভিযুক্ত এর আগেও আরও কিছু অপরাধে জেল খেটেছে। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত তাঁদের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছিলেন। এর ফলে মারধরের দাপট আরও বেড়ে যায়। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রীও অভিযোগ দায়ের করেছেন।