প্রথম পাতা খবর চেয়ারম্যান বদলের পর পানিহাটি পুরসভার একের পর এক কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ

চেয়ারম্যান বদলের পর পানিহাটি পুরসভার একের পর এক কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ

248 views
A+A-
Reset

পানিহাটি পুরসভায় চেয়ারম্যান বদলের পর একের পর এক কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী জানান, বিদেশি নম্বর থেকে ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দে।

এই ঘটনায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে খড়দহ ও ঘোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। চেয়ারম্যান সোমনাথ দে বলেছেন, বাম আমলেও এমন হুমকি তাঁরা কখনও পাননি।

হুমকি ফোন নিয়ে চেয়ারম্যান সোমনাথ দে বলেন, “এভাবে থ্রেট করবে, এটা কখনও আশা করিনি। অন্য কোনও বিরোধী রাজনৈতিক দলকে এরকম কথা বলিনি। বামেরা যখন ক্ষমতায় ছিল, তখন আমরা এরকম কোনও থ্রেট পাইনি। পানিহাটিকে কেউ অশান্ত করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.