প্রথম পাতা খবর অনিয়মের অভিযোগ! রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল

অনিয়মের অভিযোগ! রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল

238 views
A+A-
Reset

অনিয়মের অভিযোগে ভারতীয় রেলওয়ে বোর্ড গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত বা অনুমোদিত না হওয়া সমস্ত বিভাগীয় মনোনয়ন, এলডিসিই এবং জিডিসিই-সহ নিয়োগ বাতিল করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলের ২৬ জন আধিকারিককে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ১ কোটি ১৭ লক্ষ টাকা। এই ঘটনার পরেই রেলের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হল।

এছাড়া, সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB)-কে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.