প্রথম পাতা খবর ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, জোর তৎপর কমিশন

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, জোর তৎপর কমিশন

251 views
A+A-
Reset

রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো নাম সংযোজনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বস্তরের নেতাদের বৈঠকে সেই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এর পরই জোর তৎপর প্রশাসন।

ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত প্রতিটি বিডিও অফিসে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশনের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী ছয় দফা নির্দেশিকা জারি করেন।

কমিশনের নির্দেশ অনুযায়ী—

১. ভোটার তালিকায় ভুয়ো নাম সংযোজনের প্রতিটি অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে।
২. আগামী নভেম্বরে বিশেষ ভোটার তালিকা সংশোধনের আগে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে।
৩. সীমান্ত সংলগ্ন ব্লকগুলোর তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখবেন সিনিয়র প্রশাসনিক আধিকারিকরা।
৪. অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বাড়িতে গিয়ে আবেদনকারীর স্বাক্ষরযুক্ত নথি সংগ্রহ করতে হবে এবং তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
৫. প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে হবে।

ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে সতর্ক প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.