কলকাতা: হোয়াটসঅ্যাপ গ্রুপে হিংসাত্মক বার্তা ছড়ানোর অভিযোগে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ছাত্রীটি আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে কালীঘাট ও নবান্ন আক্রমণ করার জন্য উস্কানিমূলক মন্তব্য করেন। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় তাকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয় এবং এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকজন সদস্য আরজি করের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। সেখানেই একজন প্রশ্ন তোলেন, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে এবং কী পদক্ষেপ নিলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। সেই প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া ছাত্রীটি লেখেন, ‘সব থানা ভেঙে গুঁড়িয়ে দিন, পুলিশদের মেরে তাড়িয়ে দিন, তারপর কালীঘাট ও নবান্ন দখল করে নিন। আমরা বিচার চাই, আর না দিলে ছিনিয়ে নেব।’
এই ধরনের হিংসাত্মক মন্তব্য ছড়ানোর অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। লালবাজারের একটি সূত্র জানিয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আরও দু’জন অ্যাডমিনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে হিংসা ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য বা বার্তা ছড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।