প্রথম পাতা খবর ফের হাওড়া স্টেশন থেকে টাকা উদ্ধার

ফের হাওড়া স্টেশন থেকে টাকা উদ্ধার

378 views
A+A-
Reset

কলকাতা: ৮ দিনের ব্যবধানে ফের হাওড়া স্টেশনে টাকার পাহাড়! এ বার নগদ ৩২ লক্ষ ৮০ হাজার টাকা-সহ গ্রেফতার ২। তাঁদের কাছে টাকার বৈধ কোনও কাগজ ছিল না বলেই রেল পুলিশ সূত্রে খবর।

শনিবার হাওড়া স্টেশনে আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করে তারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধান চন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার হয়।

আরেক যুবকের থেকে মিলেছে ১২ লক্ষ ৮০ হাজার টাকা। আটক দুই ব্যক্তি ও টাকা তুলে দেওয়া হয় কলকাতা কাস্টমস বিভাগের হাতে। কীসের এই টাকা, কোথা থেকে আনা হচ্ছিল, কারণই বা কী, তা জানা যায়নি বলেই খবর।

গত ১১ মার্চ নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে। এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ। এরপরই কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে ওই বিপুল টাকা উদ্ধার করে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.