আজ, শনিবার থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন প্রশাসনিক কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সমস্ত জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থের উচ্চ পর্যায়ের বৈঠকে এই কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মোট ৮০ হাজার পোলিং বুথে এই প্রকল্প কার্যকর হবে। প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা করে, মোট বরাদ্দ ৮০০০ কোটি টাকা। লক্ষ্য, মানুষের দৈনন্দিন ছোটখাটো সমস্যাগুলি দ্রুত মেটানো।
এই কর্মসূচির মাধ্যমে নিকাশি সমস্যা, আলো, রাস্তা, নোংরা জমা, জলসঙ্কট—এমন সব স্থানীয় স্তরের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বড় প্রকল্পগুলির জন্য আলাদা পরিকাঠামো থাকলেও, এই প্রকল্প ছোট সমস্যার জন্য, যেগুলি দীর্ঘদিন ধরে আটকে আছে বা গুরুত্ব পাচ্ছে না।
রাজ্য সরকারের এই পদক্ষেপে মানুষের সঙ্গে প্রশাসনের সংযোগ আরও জোরদার হবে বলেই মনে করছে নবান্ন।