‘দুয়ারে সরকার’-এর পরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। রাজ্যের প্রতিটি পাড়ায় সাধারণ মানুষের ছোট ছোট সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে চাইছে প্রশাসন। আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে এই নতুন প্রকল্প।
প্রত্যেক তিনটি বুথ নিয়ে গঠিত হবে একটি করে ক্যাম্প বা সেন্টার। সেখানে সপ্তাহে একদিন থাকবেন সরকারি আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যাগুলি সরাসরি জানাতে পারবেন ক্যাম্পে গিয়ে— যেমন জলের কল না থাকা, রাস্তাঘাট খারাপ, ড্রেন পরিষ্কার না হওয়া, ইলেকট্রিক পোল বসানো বা খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি।
প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১০ লক্ষ টাকা করে। এই প্রকল্পে মোট খরচ হবে প্রায় ৮,০০০ কোটি টাকা। কেন্দ্রীয় পর্যায়ে মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত হবে একটি টাস্ক ফোর্স, যা গোটা প্রকল্পের কাজ তদারকি করবে। জেলাতেও তৈরি হবে একই ধরনের টিম। প্রয়োজনে পুলিশের সাহায্যও নেওয়া হবে শৃঙ্খলা রক্ষায়।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ চলবে পরবর্তী দুই মাস ধরে। এই সময়ের মধ্যেই রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছে গিয়ে তাঁদের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি চলবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও।